ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন।
সকালে সদর উপজেলার পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের জাফর হোসেন ও মিলন হোসেন সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলো। বৃহস্পতিবার মাগরিবের নামাজে আকামত দেয়াকে কেন্দ্র করে ওই গ্রামের মসজিদে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোদাচ্ছেরসহ বেশ কয়েকজন আহত হয়।পরে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোদাচ্ছেরকে মৃত ঘোষণা করে।