ঝিনাইদহ, মানিকগঞ্জ ও কুড়িগ্রামে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ঝিনাইদহ, মানিকগঞ্জ ও কুড়িগ্রামে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন পালিত হয়। দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সামনে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদের জেলা শাখা।
মানিকগঞ্জেও একই দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত শিক্ষানবিশ আইজীবী পরিষদ জেলা শাখা। এসময় তারা দ্রুত বার কাউন্সিলে শিক্ষানবিশ আইনজীবীদের তালিকাভুক্ত করার দাবি জানান।
এদিকে, কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্দ মোল্লাপাড়া দাখিল মাদ্রাসার সুপার ও ম্যানেজিং কমিটির দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা।