ঝিনাইদহ ও নেত্রকোনায় আলাদা ঘটনায় দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহ ও নেত্রকোনায় আলাদা ঘটনায় দুইজন নিহত হয়েছে
ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ।গেলরাতে কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছাগল বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ২ দিন আগে দৌলতপুর গ্রামের শাহিন হোসেন ও বিশারত মন্ডলের বাক-বিতন্ডার জের ধরে আমিরুলকে কুপিয়ে হত্যা করা হয়।
এদিকে, নেত্রকোনার মদন হাসপাতালে রোগী দেখতে এসে প্রতিপক্ষের হামলায় ছুরিকাঘাতে আহত যুবক সুমন মিয়া মারা গেছে। ভোর ৪ টার দিকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সুমন শুক্রবার দুপুরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধা খালা রুপচান বেগমকে দেখতে মদন হাসপাতালে এলে বিরোধী পক্ষ সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে তাকে মারাত্মক আহত করে।



















