ঝালকাঠিতে ত্রাণ বিতরণ ও বিভিন্ন দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে ত্রাণ আত্মসাৎকারীদের শাস্তি এবং কর্মহীন নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র ইউনিয়ন ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত এ মানববন্ধনে ছাত্র ইউনিয়ন ছাড়াও সিপিবিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও কর্মহীন দরিদ্ররা অংশ নেন। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে সিপিবি নেতা প্রশান্ত দাস হরি, সাংবাদিক শ্যামল সরকার ও ছাত্র ইউনিয়নের নেতা মিম আক্তার বক্তব্য রাখেন। এসময় বক্তারা সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৬ মাসের বেতন মওকুফসহ ৬ মাসের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মওকুফ করারও দাবি জানান।