জয় দিয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
জয় দিয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে ভারত। প্রথম টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৬ উইকেটের বড় ব্যবধানে। ক্যারিবিয়দের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ বল হাতে রেখে জয় পায় ভারত।
ইডেন গার্ডেনে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫৭ রান তোলে সফরকারীরা। ক্যারিবিয়দের হয়ে সর্বোচ্চ ৬১ রান করে নিকোলাস পুরান। ৩১ রান আসে কাইল মেয়ার্সের ব্যাট থেকে। অধিনায়ক পোলার্ড করেন ২৪ রান। জবাবে কোহলি ও রিশব পান্থদের ব্যর্থতার দিনে অধিনায়ক রোহিত শর্মার ৪০ রানের সঙ্গে সূর্য্যকুমার যাদবের অপরাজিত ৩৪ রানে সহজ জয় পায় ভারত। ১৭ রানে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে ভারতের রবি বিষনই। শুক্রবার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। এর আগে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ।










