জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ

- আপডেট সময় : ০১:৫৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
জয় দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। উদ্ভোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে থাইল্যান্ড। নিয়মিত গতিতে উইকেট হারাতে থাকে থাই ব্যাটাররা। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই মাত্র ৮২ রান গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। ইনিংস সর্বোচ্চ ২৬ রান আসে ফান্নিতা মায়ার ব্যাট থেকে। ৩ ওভারে ৯ রান দিয়ে তিনটি উইকেট নেন বাংলাদেশের রুমানা আহম্মেদ। জবাবে ব্যাট করতে নেমে সহজ জয় পায় বাংলাদেশ নারী দল। মাত্র ১১ ওভার চার বলে ১ উইকেট হারিয়ে লক্ষে পৌছায় বাংলাদেশ। শামিমা সুলতানা করেন ৩০ বলে ৪৯ রান আর ২৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন ফারজানা হক।
ত্রীদেশীয় সিরিজ খেলতে গতকাল রাতে নিউজিল্যান্ডের উদ্দ্যেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। এর আগে নিউজিল্যান্ডে পাকিস্তান ও স্বাগতিক দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে সাকিব আল হাসানরা। নিউজিল্যান্ড পৌঁছানোর দু-এক দিনের মধ্যেই অধিনায়ক সাকিব আল হাসানও আমেরিকা থেকে সোহান-তাসকিনদের সঙ্গে যোগ দেবেন। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ৭ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স খুব ভালো না হলেও আমিরাতে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাসী দল।