জয় দিয়ে অধিনায়কত্বের শেষটা রাঙালেন অধিনায়ক মাশরাফি

- আপডেট সময় : ০৮:৩১:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
জয় দিয়ে অধিনায়কত্বের শেষটা রাঙালেন অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। একই সাথে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশও করেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে সফরকারীদের ১২৩ রানে হারিয়েছে স্বাগতিকরা। বৃষ্টি আইনে বাংলাদেশের দেয়া ৩৪২ রানের লক্ষ্য তাড়া করে ২১৮ রানে অলআউট জিম্বাবুয়ে। তার আগে, তামিম-লিটনের ঝড়ো সেঞ্চুরিতে ৪৩ ওভারের ম্যাচে, তিন উইকেটে ৩২২ রানের পাহাড় গড়ে টাইগাররা। ১৭৬ রান করেন লিটন। ১২৮ রানে অপরাজিত ছিলেন তামিম।
আরো একটা জয়। আরো একবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেলো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১২৩ রানে হারিয়ে। একই সাথে জয় দিয়ে অধিনায়কত্বের শেষটা রাঙালেন অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।
তার আগে, সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার- তামিম ও লিটন। দেশের হয়ে গড়েন ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। ২১ বছর আগে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপির গড়া ১৭০ রানের রেকর্ড ভাঙেন লিটন-তামিম। একই সাথে সিরিজে দ্বিতীয়, আর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন লিটন দাস।
ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবালও। আগের ম্যাচে নিজের পুরনো রেকর্ড ভেঙে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। দু’দিনের ব্যবধানে দেশসেরা এ ওপেনারের রেকর্ড ভেঙে দিলেন লিটন দাস।রেকর্ড গড়ার ম্যাচে শুধু উদ্বোধনী জুটিতেই নয়, বাংলাদেশের হয়ে যে-কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েন তামিম-লিটন। ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-মাহমুদউল্লাহ’র ২২৪ রানের জুটিকে। শেষ পর্যন্ত ২৯২ রানের জুটি ভাঙ্গে লিটনের ১৭৬ রানের বিদায়ে।
শেষের দিকে, মাহমুদউল্লাহ ও অভিষিক্ত আফিক হোসেন দ্রুত বিদায় নিলেও ১২৮ রানে অপরাজিত ছিলেন তামিম ইকবাল। তাতে ৩ উইকেটে ৩২২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। মাঝে বৃষ্টির বাধায় দীর্ঘসময় বন্ধ থাকে খেলা। ৭ ওভার কমিয়ে ৪৩ ওভারে জিম্বাবুয়ের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৪২ রানের।জবাব দিতে নেমে শুরুতেই মাশরাফি-তাইজুলের আঘাত। দলীয় ২৮ রানে দুই ওপেনারকে হারায় জিম্বাবুয়ে। এরপর সফরকারীদের ছোট ছোট পার্টনারশিপ ম্যাচের আয়ুই কেবল বাড়িয়েছে। শেষ পর্যন্ত ২১৮ রানে অলআউট জিম্বাবুয়ে।
অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ ম্যাচটি রেকর্ডে ভরপুর। তামিম-লিটনের অতিমানবীয় ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে রান পাহাড়ে চাপা দিল বাংলাদেশ। একই সাথে অধিনায়ক ক্যারিয়ারের পঞ্চাশতম জয়ের সাক্ষী মাশরাফি।