জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্থির নিত্যপণ্যের বাজারে পাল্টে গেছে অর্থনিতির হিসেব-নিকেশ

- আপডেট সময় : ০১:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম বৃদ্ধির উত্তাপে গরম নিত্যপণ্যের বাজার। চাল, ডাল,আটা, ময়দা, পেঁয়াজ, রসুন, মুরগি, ডিমসহ সব রকম খাদ্যপণ্যের দাম এখন লাগামহীন। বেড়েছে সবজির দামও। কেজি প্রতি ২৪০ টাকা থেকে নেমে কাঁচা মরিচের ঝাঁজ কিছুটা কমেছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্থির নিত্যপণ্যের বাজারে পাল্টে গেছে অর্থনিতির হিসাব-নিকাশ। জীবনযাত্রার এমন কোনো খাত নেই, যেখানে এর বিরুপ প্রভাব পড়েনি। খাদ্যপণ্যের আকস্মিক চড়া দাম নতুন করে ভাবনায় ফেলেছে সাধারণ মানুষকে।
কাঁচা মরিচের ঝাঁজ কিছুটা কমলেও রাজধানীর বাজার গুলোতে সবরকম সবজির দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। ফলে হিমশিম অবস্থা ক্রেতাদের।
এক সপ্তাহের ব্যবধানে ব্যাপকভাবে বেড়েছে চালের দাম। পাইকারি ও খুচরা বাজারে মোটা, মাঝারি ও চিকন চালের দাম কেজিতে ৫-৬ থেকে টাকা বেড়েছে। ৫২ টাকা কেজির নিচে মিলছে না কোন চালই।
ব্রয়লার মুরগী প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা বিক্রি হচ্ছে। ৩ দিন আগেও ব্রয়লারের দাম ছিলো ১৫০ থেকে ১৬০ টাকা কেজি। কয়েকদিনের ব্যবধানে ১২০ টাকা ডজনের ডিম এখন ১৪৫ থেকে ১৫০ টাকা। বেড়েছে সব ধরনের মাছের দামও। ৪২ টাকার খোলা আটা বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৫ টাকা কেজি। আদা, রশুন ও পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা।
এদিকে খোলা সয়াবিনের সংকট থাকায় ১৫ থেকে ২০ টাকা বেড়ে লিটারে ১৮০-১৯০ টাকায় উঠেছে ভোজ্যতেল।
আয়ের সাথে ব্যয়ের সংগতি না হওয়ায় বাজারে এসে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটর করার দাবি জানিয়েছে ক্রেতারা।