জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে পাবনায় এক গৃহবধূর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুপাড়া এলাকায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খানম জানান, ৩৮ বছর বয়সী ওই গৃহবধূ কয়েকদিন ধরে জ্বর, কাশি, বমি ও গলা ব্যথায় ভুগছিলেন। প্রথমে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়। রাজশাহীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। এরপর ওই গৃহবধুর পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।