জোড়া খুনের মামলায় আবু ইবনে রজব ও সাব্বির আহমেদ সুজনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৬০১ বার পড়া হয়েছে
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব ও দিনাজপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গেল রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ। সংবাদ সম্মেলনে বলা হয় হাবিপ্রবি’র জোড়া খুনসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। দিনাজপুর শহরের বাহাদুর হোটেল আফিয়া ইন্টারন্যাশনাল থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব ও শহরের সুইহারী আশ্রম পাড়ার নিজ বাসা থেকে দিনাজপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ সুজনকে গ্রেফতার করা হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।























