জেসিআই বাংলাদেশ সিওয়াইই ২০২৫ ওয়েবসাইট ও কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

- আপডেট সময় : ১২:০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ রাজধানীর গুলশানে তাদের সদর দপ্তরে জেসিআই বাংলাদেশ সিওয়াইই (CYE) ২০২৫-এর অফিসিয়াল কিকঅফ ও ওয়েবসাইট উন্মোচন” অনুষ্ঠান আয়োজন করে। এই ইভেন্টের মাধ্যমে ২০২৫ সালের কার্যক্রমের সূচনা এবং ক্রিয়েটিভ ইয়াং এন্টারপ্রেনার (সিওয়াইই) বাংলাদেশ ২০২৫ ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভাইজর টু ন্যাশনাল প্রেসিডেন্ট তাহসিন আজিম সেজান (ইভেন্ট উপদেষ্টা), নির্বাহী সহ-সভাপতি মুহাম্মাদ আলতামিশ নাবিল (ইভেন্ট পরিচালক) এবং ন্যাশনাল স্ট্রাটেজিক চেয়ারপার্সন তুষার মালেক (ইভেন্ট আহ্বায়ক)।
সিওয়াইই (ক্রিয়েটিভ ইয়াং এন্টারপ্রেনার) হলো জেসিআই-এর একটি বার্ষিক আন্তর্জাতিক প্রতিযোগিতা, যা ১০০টিরও বেশি দেশে উদ্ভাবনী ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলা তরুণ উদ্যোক্তাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান করে। জেসিআই বাংলাদেশের আয়োজিত সিওয়াইই বাংলাদেশ ২০২৫ এই বৈশ্বিক প্রতিযোগিতার জাতীয় সংস্করণ, যার লক্ষ্য ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্ভাবনী ও প্রভাবশালী উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের উদযাপন ও ক্ষমতায়ন করা।
জাতীয় সভাপতি কাজী ফাহাদ তার বক্তব্যে ২০২৫ সালের জন্য সংগঠনের মূলমন্ত্র উই ক্যান মেইক ইট (We Can Make It) তুলে ধরেন এবং তরুণ নেতাদের ক্ষমতায়ন ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় উন্নয়নে জেসিআই বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সিওয়াইই বাংলাদেশ ২০২৫ ওয়েবসাইটের উন্মোচন। এই প্ল্যাটফর্মটি তরুণ উদ্যোক্তাদের তাদের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ প্রদান করবে।
ইভেন্ট উপদেষ্টা তাহসিন আজিম সেজান বলেন, ‘সিওয়াইই বাংলাদেশ ২০২৫ এর সূচনা আমাদের তরুণদের উদ্যোক্তা মনোভাব বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা প্রতিভা স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের অগ্রগতির জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।’
নির্বাহী সহ-সভাপতি ও ইভেন্ট পরিচালক মুহাম্মাদ আলতামিশ নাবিল আসন্ন সিওয়াইই কার্যক্রমের রোডম্যাপ তুলে ধরেন, যা জুলাইয়ের শেষ দিকে একটি ন্যাশনাল সামিট বা জাতীয় সম্মেলনের মাধ্যমে শেষ হবে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটি এমন পরিবেশ তৈরি করা, যেখানে তরুণ উদ্যোক্তারা সাফল্যের সাথে উদ্ভাবন করতে এবং অর্থনীতিতে অর্থবহ অবদান রাখতে পারে।’
ইভেন্ট আহ্বায়ক তুষার মালেক সকল অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিওয়াইই প্রোগ্রাম সফল করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘এই ইভেন্টটি একটি নতুন যাত্রার সূচনা। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশের উদ্যোক্তা পরিবেশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে চাই।’
সিওয়াইই প্রতিযোগিতার বুটক্যাম্প রাউন্ড আগামী ১৭ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে, যেখানে ৩০ জন অংশগ্রহণকারীকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও সিওয়াইই সামিট এই বছরের জুলাই মাসের শেষে অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ে সংক্ষিপ্ত তালিকাভুক্ত অংশগ্রহণকারীরা মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য জেসিআই এশিয়া প্যাসিফিক কনফারেন্স এবং তিউনিসিয়ায় অনুষ্ঠিতব্য জেসিআই ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণের সুযোগ পাবেন। শীর্ষ ৩ বিজয়ী মোট ৫ লাখ টাকা অনুদান এবং ১ কোটি টাকারও বেশি বিনিয়োগ তহবিলের সুযোগ পাবেন, যা সম্ভাব্য বিনিয়োগকারীদের আগ্রহের ভিত্তিতে প্রদান করা হবে।
সিওয়াইই বাংলাদেশ ২০২৫ প্রোগ্রাম সম্পর্কে আরও তথ্য এবং অংশগ্রহণের সুযোগ জানতে ভিজিট করুন: www.cye.jcibd.com এই ওয়েব ঠিকানায়।
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ একটি জাতীয় সংগঠন, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়িত্ব এবং উদ্যোক্তা দক্ষতা উন্নয়নের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জেসিআই বাংলাদেশ জাতীয় উন্নয়নে অবদান রাখছে।