জেসমিনের মৃত্যুর ঘটনায় জয়পুরহাট ক্যাম্পের ১১ র্যাব সদস্য প্রত্যাহার

- আপডেট সময় : ০১:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৬০৭ বার পড়া হয়েছে
রেবের হেফাজতে নওগাঁ ভূমি অফিসের জেসমিন মৃত্যুর ঘটনায় জয়পুরহাট ক্যাম্পের ১১ সদস্যকে প্রত্যাহার করে রাজশাহী ব্যাটালিয়নে সংযুক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের প্রত্যাহার করা হয়েছে। কোম্পানীপ্রধান থেকে গাড়িচালক রয়েছেন ওই ১১ জনের তালিকায়।
তদন্ত কমিটি জেসমিনকে যেখান থেকে আটক করা হয় এবং যে হাসাপাতালে চিকিৎসা দেয়া হয় সেখানকার ফুটেজ সংগ্রহ করেছে। পাশাপাশি ওই নারীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে লেনদেনের তথ্য নিয়েছে। এতে জেসমিন ছাড়া অন্য কারও লেনদেন আছে কিনা এবং মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক কিনা তা খতিয়ে দেখছে। এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক এনামুল হকের অভিযানে প্ররোচনা দেয়ার তথ্য পেয়েছে তদন্ত কমিটি। তিন সদস্যের তদন্ত কমিটি এখন রাজশাহীতে অবস্থান করছে। অপরদিকে জেসমিনের মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। এ বিষয়ে তারা বলছেন, হাইকোর্টের আদেশের অপেক্ষায় আছেন স্বজনরা। নির্দেশনা দেখেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।