জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক

- আপডেট সময় : ০১:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে সিইসির বৈঠক চলছে নির্বাচন কমিশনে। সকাল ১০টায় কমিশন সচিবালয়ের অডিটরিয়াম বৈঠক শুরু হয়। বৈঠকে ১২ অক্টোবর গাইবান্ধা- ৫, ১৭ অক্টোবর জেলা পরিষদ, ৫ নভেম্বর ফরিদপুর-২ এবং ২ নভেম্বর অনুষ্ঠিতব্য বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনার কথা জানা গেছে।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বর্তমান কমিশন গঠনের পর মাঠ প্রশাসন কর্মকর্তাদের নিয়ে এটিই বড় বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার। এতে ডিসি-এসপিরা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও পুলিশ মহাপরিদর্শক-আইজিপিকেও আসতে বলা হয়েছে। বৈঠকে সুষ্ঠ নির্বাচনে প্রশাসন এবং পুলিশ সুপারদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান সিইসি।
জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার পর আচরণবিধি লঙ্ঘনের নানা অভিযোগ এসেছে নির্বাচন কমিশনে। বুধবারও প্রধান বিরোধী দল জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে। পরে ওইদিনই ইসি থেকে সব ডিসি-এসপিদের কঠোর নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়। এতে দায়িত্ব পালনে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।