জুলাইয়ের শেষ দিকে শিশুদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করা সম্ভব হবে : স্বাস্থ্যমন্ত্রী

- আপডেট সময় : ০৮:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জুলাইয়ের শেষ দিকে শিশুদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, টিকা দিতে যেসব ডকুমেন্টস প্রয়োজন সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে করতে হবে। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থা প্রধানদের সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় দেশে করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে জানিয়ে সবসময় মাস্ক পড়া বাধ্যতামুলক বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
রাজধানীসহ সারা দেশে আবারো করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গেলো ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে দুই হাজার ২৪১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪৫ জনের।
এমন অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, উর্ধ্বমুখী করোনার সংক্রমণের সময় সব জায়গায় মাস্ক পড়া বাধ্যতামুলক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থা প্রধানদের সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি জানান, জুলাই মাসের শেষ নাগাদ ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনা ভ্যাকসিন দেয়া শুরু হবে। এর জন্য সকল প্রস্তুতি চলছে।
ভ্যাকসিন, করোনা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ উল্লেখ করে যারা টিকা নেননি সবাইক ভ্যাকসিন নেয়ার আহবানও জানান জাহিদ মালেক।