জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৯:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বিএনপি বিশ্বাস করে বর্তমান কমিশন সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান মহাসচিব। কেন্দ্রীয় নেতারা বলেছেন,অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।
একজন সফল রাষ্ট্রনায়ক ও একটি জাতির স্বপ্নদ্রষ্টা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
১৯৭১। জাতি যখন একটি সংকটময় মুহুর্তে তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দেন মেজর জিয়া। একাধারে তিনি ছিলেন সেক্টর কমান্ডার ও জেড ফোর্স প্রধান। মাতৃভূমির জন্য যুদ্ধ করেছেন সম্মুখসারিতে।
শহিদ জিয়াউর রহমানের জন্মদিনে দেশব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শের ই বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। নেতারা বলেন,দেশের বিভিন্ন ক্লান্তিকালে জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের আদর্শ অনুকরণ করে উদার ও গণতান্ত্রিক দেশ বিনির্মানে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি।
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বিএনপি নির্বাচন কমিশনের ওপর আস্থাশীল বলেও জানান মহাসচিব।




















