জিমন্যাস্টদের সংবর্ধনায় প্রতিশ্রুত প্রাইজমানি বিতরণ

- আপডেট সময় : ০৯:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের কৃতি খেলোয়াড় পদকজয়ীদের হাতে অর্থ পুরস্কার তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রতিশ্রুত প্রাইজমানি দেয়া হয়। গত বছরের ২৬-৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় দলগতভাবে বাংলাদেশ ব্রোঞ্জ জেতে। রাজিব চাকমা প্যারালাল বারসে রুপা ও ভলটিং টেবিলে ব্রোঞ্জ এবং নারী বিভাগে বনফুলি চাকমা ভলটিং টেবিলে ব্রোঞ্জ পদক জেতেন। পুরো দলকে এক লাখ টাকা প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া রাজিব চাকমা এক লাখ ৬০ হাজার, বনফুলি চাকমা ৬০ হাজার টাকা প্রাইজমানি পান। জিমন্যাস্টদের পাশাপাশি ফেডারেশনের কোচ ও কর্মকর্তাদের মধ্যে এক লাখ টাকার প্রাইজমানি দেয়া হয়। সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রীর কর্তৃক সীডমানি হিসেবে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ২০ কোটি টাকার চেক তুলে দেন জাহিদ আহসান রাসেল।