জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত করার আহবান শেরিফা কাদের এমপি’র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
জিএম কাদেরের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি।
দুপুরে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জেলা কমিটির মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। এসময় আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল, জেলা কমিটির সদস্য সচিব জাহিদ হাসান, সদর উপজেলার আহবায়ক নজরুল ইসলামসহ আরো অনেকে। মতবিনিময় সভায় আগামী নভেম্বর মাসে জেলা কমিটির সম্মেলন সফল করার জন্য সবাইকে কাজ করাও আহ্বান জানান শেরিফা কাদের।