জাহাঙ্গীরনগর, রাজশাহী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
টানা দেড় বছর পর আজ থেকে জাহাঙ্গীরনগর, রাজশাহী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা।
১৮ মাস পর আজ থেকে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা। এ উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোতে সশরীরে উপস্থিত হন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষকরাও অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন।
শিক্ষার্থীদের উপস্থিতিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যেসব শিক্ষার্থী অন্তত এক ডোজ করোনার টিকা নিয়েছেন, শুরুতে তারাই ক্লাসের সুযোগ পাচ্ছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে ক্লাশ শুরু হয়। দির্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে খুশী শিক্ষার্থী ও শিক্ষকরা। এদিকে ক্লাসে দীর্ঘ অনুপস্থিতিতে পাঠ গ্রহণের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।