জাল টাকার মামলা প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে সাহেদ করিমের
- আপডেট সময় : ০২:৩৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
জাল টাকার মামলা প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে দেশের আলোচিত প্রতারক রিজেন্ট হাসাপতালের মালিক সাহেদ করিমের। এমনটাই জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, প্রতারকদের দৃষ্টান্তমূলক সাজা সময়ের দাবী।
সাহেদ নামের অর্থ মধু বা প্রিয় সম্বোধন হলেও গ্রেফতারের পর স্থানীয়দের এই লাঠির বাড়ি বলে দেয় দেশবাসীর কাছে বর্তমানে সবচেয়ে অপ্রিয় ও সমালোচিত ব্যক্তিটি সাহেদ করিম। কারণ করোনা ভুয়া টেস্ট রিপোর্ট, অবৈধ অস্ত্র, জালটাকা, আয়কর ফাঁকি, প্রতারণা, ভীতি প্রদর্শন, অবৈধ এমএলএম ব্যবসাসহ প্রতারণার এমন কোন শাখা বাদ রাখেনি রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম। এভাবেই মাত্র এসএসসি পাশ এই প্রতারক হয়ে উঠে প্রতারণার রোল মডেল।
প্রতারক সাহেদের দৃষ্ট্রান্তমূলক সাজার বিষয়ে আশাবাদী দুদকের এই আইনজীবী। আর কোম্পানীর তথ্য গোপন করায় সাহেদের বিরুদ্ধে আইনি পথে হাটার কথা কথা জানায় যৌথ মুলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধন পরিদপ্তর।বর্তমানে ভিন্ন ভিন্ন মামলায় সিআইডির রিমাণ্ডে রয়েছেন সাহেদ করিম। ফলে সময় যত গড়াচ্ছে সাহেদের থলি থেকে বেরিয়ে আসছে অভিনব সব প্রতারণা খবর, যা চমকিত ও শঙ্কিত করছে দেশবাসীকে।




















