জামায়াতসহ বিরোধীদলের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করছে বিএনপি
- আপডেট সময় : ০৮:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতসহ বিরোধী দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করছে বিএনপি। দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকার বাইরে সারাদেশে বিক্ষোভের ঘোষণা দেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান মির্জা ফখরুল।
সরকার বিরোধী আন্দোলন ও নির্বাচন–এই দুই ইস্যুতে তৎপরতা বাড়াতে বিএনপির স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানাতেই গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন দলটির মহাসচিব।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষ নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


















