জামালপুরের দেওয়ানগঞ্জে পৌর নির্বাচনী প্রচারণা জমে উঠেছে
- আপডেট সময় : ০৬:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জে পৌরসভার নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। ৫ম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি হবে এই পৌরসভার নির্বাচন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রথমবারের মতো এখানে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।
ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা। পৌরসভার ওয়ার্ডগুলোতে জলাবদ্ধতা,বিদ্যুত, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন ড্রেনেজ ব্যবস্থা, পানি, সড়কসহ বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র প্রার্থীরা। আর বিএনপি প্রার্থীসহ সতন্ত্র প্রার্থীরা দাবী করেছেন অবাধ ও সুষ্ঠ নিবাচনের।
আওয়ামীগ প্রার্থী আধুনিক পৌরসভা গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।
নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে কাউন্সিলর প্রার্থীরা।
নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান নির্বাচন কমিশনার।
এ পৌরসভার মোট ভোটার ৩০ হাজার ১৩০ জন । যার মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৮৫ জন আর মহিলা ভোটার ১৫ হাজার ৭৪৭ জন।










