জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বরখাস্ত মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে রেব। সকালে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভোর থেকে হোটেলটি ঘিরে রাখে রেব সদস্যরা। গত ১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চড় মারেন মেয়র শাহনেওয়াজ। পুষ্পস্তবক দেয়ার সময় নামের সিরিয়াল ঘোষণাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পরে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ এবৃং থানায় মামলা করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হয়।