জামালপুরে স্কুলছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৮৩২ বার পড়া হয়েছে
জামালপুরে স্কুলছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়।
মেলান্দহ থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, গেল রাতে মেলান্দহ উপজেলার সরুলিয়া গ্রামে হাসর আলীর বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে আরমান আলী নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আরমান আলী মাদারগঞ্জ উপজেলার ভেলামারী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। আরমান গত ১৫ আগস্ট সরুলিয়া গ্রামে তার মামা আরিফুজ্জামানের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় পুলিশ সরুলিয়া গ্রামের হাসর আলীর পুত্র দাকিল হোসেন নামে এক যুবককে আটক করেছে। এদিকে, জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আফছার উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় শহরের জিলা স্কুলের পেছনে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক যুবকের মরহেদ উদ্ধার করা হয়। তাদের ধারনা পানিতে ডুবে ওই যুবক মারা গেছে।















