জামালপুরে শর্ত সাপেক্ষে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
জামালপুরে সরকারি হাসপাতালগুলো থেকে শর্ত সাপেক্ষে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎকরা। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।
দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোশায়েরুল ইসমাল রতন, হাসপালের সহকারি পরিচালক ডা. মুহা: মাহফুজুর রহমান সোহান। সভায় সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর জেনারেল হাসপাতালসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শর্ত সাপেক্ষে কর্মবিরতি প্রত্যাহার করেন চিকিৎসকরা।




















