জামালপুরে যত্রতত্র গড়ে উঠেছে রেল ক্রসিং
- আপডেট সময় : ০৫:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
জামালপুরে যত্রতত্র গড়ে উঠেছে রেল ক্রসিং। এসব ক্রসিংয়ে গেটম্যান দূরের কথা, গেটও নেই। এতে বাড়ছে দুর্ঘটনা। সাইনবোর্ড ঝুলিয়ে দায়িত্ব সেরেছে রেল বিভাগ। তবে, কর্তৃপক্ষ বলছে খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা। অপ্রয়োজনীয় গেট বন্ধ করে গুরুত্বপূর্ন স্থানে গেট ম্যান নিয়োগের দাবি জানিয়েছে স্থানীয়রা।
রেলওয়ের জামালপুর সেকশনের অধীনে ১০৮ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে বৈধ ৯৫টি এবং অবৈধ ৫০টি। ৩১টিতে রয়েছে গেট ও পাহারাদার । আর বাকি গুলোতে রয়েছে শুধুমাত্র সতর্কতামূলক সাবধান বাণীর সাইনবোর্ড।
রাতে এসব লেভেল ক্রসিংগুলোতে পরিস্থিতি থাকে আরও নাজুক। তাই রেল ক্রসিংয়ে গেট ম্যান ও গেট ব্যরিয়ার চায় ।
লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার এড়াতে ও অবৈধ লেভেল ক্রসিংয়ের বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া কথা জানান, জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রেল কর্তৃপক্ষ।
যত্রতত্র রেল ক্রসিং বন্ধ করে গুরুত্বপূর্ণ স্থানে গেট ও গেট ম্যান নিয়োগ দেয়ার দাবি স্থানীয়দের।










