জামালপুরে জেলা ও শহর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যা, জিয়াউর রহমানের খেতাব বাতিল এবং বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ও শহর যুবদল।
সকালে জেলা যুবদলের আয়োজনে শহরের তমালতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, বিএনপি নেতা শামীম আহমেদ, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়াসহ অন্যরা। এ সময় বক্তারা সাংবাদিক মুশতাক ও বোরহান উদ্দিনকে হত্যা, জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিল এবং বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানায়।























