জামালপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে চার’জনের মরদেহ

- আপডেট সময় : ১২:১৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
জামালপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহের ভালুকা থেকে উদ্ধার করা হয়েছে চার’জনের মরদেহ।
সকালে জামালপুরের মাদারগঞ্জের চরগোপালপুর গ্রামের হারুনুর রশিদ পলাশ এর স্ত্রী মুসলিমা আক্তার শিখা ও তাঁর তিন বছরের শিশু ছেলে তাওহীদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দু’জনের লাশ মাদারগঞ্জ থানায় নিয়ে আসে। নিহত মুসলিমা আক্তার শিখার মাথায় ও পেটে ছুড়িকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী হারুনুর রশিদ পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলার মেটন এলাকায় একটি ফসলের মাঠ থেকে বশির উদ্দিন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিত ভাবে হত্যা করেছে। এখনও কাউকে আটক করা হয়নি।
ময়মনসিংহের ভালুকায় জনি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌরসভার ৪ নং ওয়ার্ডের তোতাখাঁর ভিটার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, রাতে স্থানীয়রা ভাড়া বাসায় গলায় গামছা বাধা অবস্থায় জনির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।