জামালপুর ও সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

- আপডেট সময় : ০৬:২৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারিকেলী এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, ভোরে জামালপুর সদর থেকে সিএনজি অটোরিকশা ৪ যাত্রী নিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওয়ানা হয়। অটোরিকশাটি নারিকেলি এলাকায় পৌঁছলে পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক, অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী মোহাম্মদ মিন্টু মিয়া ও আবুল কালাম আজাদ নিহত হন।এ সময় আহত হন আরও ২ জন।
এদিকে, সিরাজগঞ্জের শাহজাদপুর-জামিরতা আঞ্চলিক সড়কে ট্রাক উল্টে ২ ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে উপজেলার জামিরতা গ্রাম থেকে ট্রাক নিয়ে অর্ধশত শ্রমিক ধান কাটার জন্য রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন। ট্রাকটি পারজামিরতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।এ সময় ১৭জন শ্রমিক মারাত্মক আহত হন। মুমূর্ষ অবস্থায় দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করে। আহতদের বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।