জামালপুর ইটাইলের কৃষক সরাফত আলী’র হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
জামালপুর সদরের ইটাইল ইউনিয়নের কৃষক সরাফত আলীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সদরের ইটাইল ইউনিয়নের বোয়ালমারী গ্রামে স্থানীয় বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । পরে ইটাইল শৈলের কান্দা উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইটাইল ইউপি আওয়ামীলীগ সহ-সভাপতি এমদাদুল হক,যুবলীগ সাধারণ সম্পাদক হামিদুল হক,নিহতের স্ত্রী বেলী বেগম ,নরুন্দী তদন্ত কেন্দ্রের আইসি সজীব সহ আরও অনেকে। গেল ৪ মার্চ জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক সরাফত আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ কোরবান আলী ও সুরুজ আলীকে গ্রেফতার করে।