জানুয়ারিতে রংপুর সিটি করপোরেশন নির্বাচন

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছর জানুয়ারির শুরুতে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে এ কথা জানান তিনি নভেম্বরে তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন শেষ করবে কমিশন। এই নির্বাচনে ইভিএম ও সিসি ক্যামেরার ব্যবহারের সিদ্ধান্ত নেয়ার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তবে, কমিশন সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। স্থানীয় সরকার সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে ভোট করতে হয়। সে অনুযায়ী রংপুর সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট থেকে।