জাতীয় সকল নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:১১ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১৯ বার পড়া হয়েছে
স্থানীয় নির্বাচনসহ জাতীয় সকল নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। দুপুরে ঢাকার দৈনিক যুগান্তর কার্যালয়ে জাতীয় যুব সংহতির এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
জিএম কাদের আরো বলেন, এরশাদের শাসনামলে দেশে সুশাসন ছিল। কিন্ত ‘৯০-এর পর দেশে কোন সুশাসন নেই। তাই সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া, সংগঠনকে গতিশীল করতে দেশের সকল জেলা ও উপজেলা কমিটি ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশও দেন নেতা-কর্মীদের। অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সালমা ইসলাম, জাতীয় যুব সংহতির আহ্বায়ক হুসেইন মকবুল শাহরিয়ার আসিফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।























