জাতীয় ফুটবল দলের ম্যানেজার নিয়োগ নিয়ে এখনো সিদ্ধান্তে পৌছুতে পারেনি বাফুফে

- আপডেট সময় : ০৮:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
জাতীয় ফুটবল দলের ম্যানেজার নিয়োগ নিয়ে এখনো সিদ্ধান্তে পৌছুতে পারেনি বাফুফে। তাই নেপালের বিপক্ষে ম্যানেজার নাও থাকতে পারে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠকশেষে এমনটাই জানিয়েছেন কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। এদিকে, নেপাল সিরিজকে সামনে রেখে পুরো স্টেডিয়াম স্যানিটাইজ করে জীবাণুমুক্ত করার কথা জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক।
নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন অব্যাহত বাংলাদেশ ফুটবল দলের। আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপাল বধের মিশনে নামবে লাল-সবুজ প্রতিনিধিরা।
নেপাল মিশেন নামার আগে পুরো কোচিং স্টাফ আছে ফুটবলারদের সঙ্গে। তবে, ম্যানেজার হিসেবে কে থাকছেন তা এখন চূড়ান্ত করা হয়নি। এবার ম্যানেজার নাও থাকতে পারে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠকে শেষে এমনটাই জানিয়েছেন কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে সবাই সাবধান। তবে, ম্যাচের ফল কিংবা পারফরম্যানর্সের নিরীখে নয় ফুটবল ফেডারেশনের চিন্তার বড় অংশ জুড়ে করোনা পরিস্থিতি। ম্যাচ শুরুর ৭২ ঘন্টা আগে কোভিড নাইনটিন পরীক্ষা করানো হবে দু দেশের ফুটবলারদের। শুধু তাই নয় মাঠের ভেতর যারা থাকবেন তাদের সকলকেই কোভিড নাইনটিন পরীক্ষিত হতে হবে। একই সাথে গ্যালারিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে বাফুফের অর্থায়নে।
এদিকে, আলোচনা চলছে কাতার-বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ নিয়ে। আগামী মাসের শুরুতে বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচটি খেলতে চায় কাতার। বাংলাদেশও আগ্রহী। তবে, লিখিত আমন্ত্রণের অপেক্ষায়।