জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের হামলায় পন্ড হয়েছে বিএনপির বিক্ষোভ সমাবেশ

- আপডেট সময় : ০১:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের হামলায় পন্ড হয়েছে বিএনপির বিক্ষোভ সমাবেশ। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে আয়োজিত সমাবেশে সকাল থেকেই পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বেলা সোয়া ১২টার দিকে সড়ক বন্ধ করে সমাবেশ চলাকালে পুলিশ আক্রমণ করলে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভ সমাবেশ। এসময়ে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ দলের নেতাকর্মীরা। আটক করা হয় ৯ জনকে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি দলের নেতাদের। আর পুলিশ জানায়, অনুমতি না থাকায় জনদুর্ভোগ কমাতে সড়ক বন্ধ রাখা হয়। পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা-এমন অভিযোগ করেন রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ। এদিকে, সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বঙ্গবন্ধুর খুনিরা প্রধানমন্ত্রীর পাশে থেকে দুর্নীতি করছে। পুলিশের আক্রমণের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, প্রজাতন্ত্রের চাকরি করে পুলিশের এমন আচরণের সমালোচনা করেন। বলেন, আঘাত এলে পাল্টা আঘাত খেতে হবে।