জাতীয় পরিচয়পত্রের সেবা সম্পর্কে সাংবাদিকদের প্রতিবেদন অসত্যঃ আইনমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
জাতীয় পরিচয়পত্রের সেবা সম্পর্কে সাংবাদিকদের প্রতিবেদন অসত্য বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মোজাফ্ফর হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে এ মন্তব্য করেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সংখ্যক দক্ষ জনবল না থাকায় এবং সময় স্বল্পতার কারণে প্রাথমিক পর্যায়ে কিছু ভুল ছিলো যার অধিকাংশই বানানজনিত। আইনমন্ত্রী আরও বলেন, বিভিন্ন পর্যায়ে পরিলক্ষিত ভুলসমূহের বিষয়ে আইন ও বিধি অনুসারে নির্বাচন কমিশন সংশোধনের সুযোগ দিলেও অজ্ঞতা ও অসচেতনতার কারণে অনেকেই যথাসময়ে সেই সেবা নেননি। ফলে জাতীয় পরিচয়পত্রে লিপিবদ্ধ তথ্যাদির ক্ষেত্রে এখনো কিছু ভুল বিদ্যমান। এর আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের দিনের কার্যক্রম। শুরুতেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যরা।