জাতীয় দলের ক্রিকেটাররা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

- আপডেট সময় : ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
মহামারি করোনাভাইরাসের কারণে ঈদুল ফিতরে ঘরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে ঘরে থাকার পাশাপাশি পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আহ্বান জানান তারা।
ফেসবুকে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম বলেন, করোনার কারণে সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর এটি দুর্দান্ত সুযোগ। ঈদ শুভেচ্ছার সাথে সবাইকে বাড়িতে পরিবারের সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি। বর্তমানে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে লিখেন, করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে। বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন লিখেন, করোনা যুদ্ধে জয়ী হতে হলে আমাদের ঘরে থেকেই যুদ্ধ চালিয়ে যেতে হবে। এই বছর ঈদ উৎসবটি পালন করতে হবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি জেনে ও মেনে। পরিবারের সাথে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেকে, পরিবারকে এবং দেশকে ভালো রাখতে হবে।