জাতীয় গ্রিডে সঞ্চালন লাইনে বিপর্যয়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
জাতীয় গ্রিডে একটি সঞ্চালন লাইনে বিপর্যয়ের কারণে দুপুর থেকে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই। কারণ জানার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনস্থাপনের চেষ্টা চলছে। বিকল্প হিসেবে ঘোড়াশাল ও টঙ্গীতে পাওয়ার প্ল্যান্ট চালু করা হয়েছে।
গ্রিড বিপর্যয় হলে সব বিদ্যুৎকেন্দ্র স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফলে প্রতিটি ম্যানুয়ালি চালু করতে হয়। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি। পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করতে বেশে কয়েক ঘণ্টা সময় লাগবে। সরকারি কোম্পানি পাওয়ার গ্রিড কর্মকর্তা জানান, এই গ্রিডের আওতায় ঢাকা চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত তিন মাস ধরে লোডশেডিং চলামান থাকায় হঠাৎ বিদ্যুৎ চলে গেলেও পর এটি যে বিপর্যয় তা বুঝতেও সময় লাগে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।