জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী আজ। করোনা পরিস্থিতিতে এবার তার জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি স্থগিত করা হয়েছে।
তবে সকালে কিছু প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন তার মাজার জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও ফাতিহা পাঠ করেন। ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম নেন কাজী নজরুল ইসলাম। ১৯১৭ সালে সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেয়া নজরুল ইসলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণসহ কাজ করেছেন সাংবাদিকতায়। ব্রিটিশ-বিরোধী অসহযোগ আন্দোলনে তিনি তার লেখা বিখ্যাত সব কবিতার জন্য বিদ্রোহী হিসেবে পরিচিত হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৬ সালে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় বিশ্ব কবি কাজী নজরুল ইসলামকে।