জাতীয় নির্বাচন উৎসবমুখর, শান্তিপুর্ন ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় : ০৬:৫৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৫ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় নির্বাচন উৎসবমুখর, শান্তিপুর্ন ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি জানান নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে এবার জানুয়ারিতেই শিক্ষার্থীরা বই পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতিসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম দমন, মাদক নির্মুল, জুলাই হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান তিনি।
এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, অনিয়মের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো এবার বই ছাপানোর সুযোগ পাবে না।
সপ্তাহ দুয়েকের মধ্যে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত চুড়ান্ত করার কথা জানান অর্থ উপদেষ্টা।