জাতিসংঘের ৩টি নির্বাহী বোর্ডে বাংলাদেশ সদস্য পদ পেলো

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
জাতিসংঘের ৩টি নির্বাহী বোর্ডে বাংলাদেশ সদস্য পদ পেলো। বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, দক্ষিণকোরিয়া, এবং এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ইরান সংস্থাটির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়।
আগামী তিন বছরের জন্য জাতিসংঘের মাদকদ্রব্য বিষয়ক কমিশন…সিএনডি’র সদস্য হিসেবে নির্বাচিত হলো বাংলাদেশ। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদরদপ্তরে ইকোসকের ব্যবস্থাপনা সভায় সদস্য রাষ্ট্রসমূহের প্রত্যক্ষ ভোটে মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৩ সদস্যের সিএনডি’তে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছে। এই নতুন পরিষদ দায়িত্বভার নেবে আগামী জানুয়ারীতে। এছাড়াও ইউনিসেফ ও ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের নির্বাচনে বাংলাদেশ সদস্য হিসেবে পুনঃনির্বাচিত হয়েছে।