জলবায়ু মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
 
																
								
							
                                - আপডেট সময় : ০৫:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
তরুণরাই নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন গড়ে তুলেছে, জলবায়ু মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন ঘোষণাকালে তিনি এ আহ্বান জানান।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, জলবায়ুকে দুর্যোগ সহনশীল করে গড়ে তুলতে এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নে পরিকল্পিত বৃক্ষরোপণ ও বনায়নের বিকল্প নেই। তিনি বলেন, উপকূলীয় এলাকাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য সবুজ বেষ্টনী গড়ে তোলার কার্যক্রম চলমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় প্রধান উপদেষ্টা জাতীয় পরিবেশ পদক এবং বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার প্রদান করেন। এছাড়াও তিনি সামাজিক বনায়নের উপকার ভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করেন। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে শুরু হওয়া পরিবেশ মেলা চলবে ২৫ থেকে ২৭ জুন এবং বৃক্ষমেলা চলবে ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

 
																			 
																		
























