জলবায়ু বিপর্যয় থেকে বিশ্বকে রক্ষায় কক্সবাজারে শপথ
- আপডেট সময় : ০৫:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
- / ২১৯৭ বার পড়া হয়েছে
বৈশ্বিক দুর্যোগে সবচে’ ঝুঁকিতে বঙ্গোপসাগর-তীরের বাংলাদেশ। গত ২০ বছরে বাংলাদেশ মোকাবেলা করেছে ১৮৫টি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ। যার বেশিরভাগেরই উৎপত্তি ঝঞ্চা-বিক্ষুব্ধ সাগরে। এমন তথ্য সামনে রেখে, পর্যটন নগরী কক্সবাজারে জলবায়ু বিপর্যয় থেকে বিশ্বকে রক্ষার শপথ নিয়েছেন নানা শ্রেনী পেশার মানুষ।
২০ বছরে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, পাহাড় ধসের মতো ১৮৫টি বড় দুর্যোগ আঘাত হেনেছে। এতে প্রাণ হারায় সাড়ে ১১ হাজার মানুষ। অর্থনৈতিক ক্ষতি ৩৭২ কোটি ডলার। যার বেশিরভাগই উপকূলীয় এলাকার। আন্তর্জাতিক গবেষণা সংস্থা জার্মানওয়াচ যখন এমন প্রতিবেদন প্রকাশ করেছে, তখন সমুদ্রকে সামনে রেখে উপকূলবাসী নিয়েছেন জলবায়ু বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষার ব্যতিক্রমী শপথ।
সাগর, আকাশ, মাটির মিলন বিন্দুতে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ রচিত এ শপথ বাক্য পাঠ করান খ্যাতনামা কার্টুনিস্ট মোরশেদ মিশু। যেখানে উচ্চারিত হয়েছে পুন:র্ব্যবহারযোগ্য জ্বালানীর মাধ্যমে খাদ্যের অপচয় ও প্লাস্টিকের ব্যবহার রোধ করে পৃথিবীকে দারিদ্র্য এবং দূষনমুক্ত করার অঙ্গীকার।
আয়োজকরা বলছেন, ব্যতিক্রমী এ উদ্যোগ পর্যায়ক্রমে সারাদেশে পালন করা হবে।
সাউথ ক্লাইমেট কনক্লেভ, বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে অনুষ্ঠিত এই জলবায়ু সম্মেলনের উদ্দেশ্য… কার্বন নিঃসরণ কমিয়ে সুস্থ, সুনীল ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা।
















