জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত ২৩ নাবিক ফিরছেন কক্সবাজারে
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / ১৯৮৩ বার পড়া হয়েছে
দীর্ঘ এক মাস জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তির পর ২৩ নাবিককে নিয়ে আজ কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছাবে এমভি আবদুল্লাহ জাহাজ ।
জাহাজটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কেএসআরএম জানায়,এমভি আবদুল্লাহ বর্তমানে যে গতিতে আসছে এতে সোমবার রাত ৮টার মধ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করবে।পরে পরিবারের কাছে ফিরে যাবেন এমভি আবদুল্লাহর জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকরা। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে দীর্ঘ এক মাস পর গত ১৩ এপ্রিল স্থানীয় সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক।
















