জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

- আপডেট সময় : ০৩:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ১৭১৫ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ সহযোগী ফয়েজ আহমদ তৈয়্যব আজ জরুরি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। আজ সোমবার (৭ জুলাই) বিকেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের অ্যাজেন্ডা প্রকাশ না করা হলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ কিছু প্রযুক্তি খাত-সংশ্লিষ্ট সিদ্ধান্ত ও রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তিনি।
বিশ্লেষকরা ধারণা করছেন, টেলিযোগাযোগ খাতে নিয়ন্ত্রণ নীতিমালার সংস্কার, তথ্যপ্রযুক্তিতে বিদেশি বিনিয়োগ, কিংবা চলমান রাজনৈতিক সংলাপ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট সকল সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বিকেলে এই সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনটি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে রাজনৈতিক মহল, প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও।
সংবাদ সম্মেলন শেষে বিস্তারিত জানানো হবে।