রাজধানীর ধানমন্ডিতে জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ১৭৪১ বার পড়া হয়েছে
রাজধানীর ধানমন্ডিতে জয়িতা ফাউন্ডেশনের নবনির্মিত জয়িতা টাওয়ার উদ্বোধন করলেন প্রধানমনন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সেখানে জামদানি গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেসও উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে মার্কেট প্লেস পরিদর্শন শেষে করেন। ছোট বোন শেখ রেহানাকে নিয়ে নারী উদ্যেক্তাদের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী ঘুরে দেখেন। জয়িতা টাওয়ারে নানা রকম হস্তশিল্প নিয়ে নারী উদ্যোক্তারা প্রধানমন্ত্রীকে অবগত করেন। জানা গেছে, নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায় নানামুখী ব্যবসায় সম্পৃক্ত করার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতের লক্ষ্যে অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধা সম্বলিত জয়িতা টাওয়ার নির্মাণ করা হয়েছে।