‘জয় বাংলা ধ্বনি’ চলচ্চিত্রে রুকাইয়া জাহান চমক
- আপডেট সময় : ০৩:২৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ২২৪১ বার পড়া হয়েছে
শাকিলুর রহমান : ছোটপর্দার এই সময়ের প্রিয় মুখ রুকাইয়া জাহান চমক। বর্তমানে টিভি নাটক, ওয়েব কনটেন্টে তুমুল ব্যস্ত এই অভিনেত্রী। এরই মধ্যেতিনি আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগরে’ অভিনয় করে দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার চলচ্চিত্রে নাম লেখালেন চমক।
সম্প্রতি তিনি ‘জয় বাংলা ধ্বনি‘ নামের নতুন একটি সরকারি অনুদানের চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিতে চমকের বিপরীতে অভিনয় করছেনচিত্রনায়ক নিরব। ছবিটি নির্মাণ করছেন খ ম খুরশিদ। গত ১ নভেম্বর থেকে মাদারীপুরের পদ্মার চরে ছবিটির শুটিং শুরু হয়েছে বলে জানান চমক।

এ প্রসঙ্গে রুকাইয়া জাহান চমক বলেন, ‘ভালো লাগছে এই ভেবে, আমার শুরুটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি ছবির মাধ্যমে। জানি না, নিজেকে কতোটা ক্যারি করতে পারবো। তবে চেষ্টা করবো।’
‘জয় বাংলা ধ্বনি‘ ছবিতে নিরব–চমকের সঙ্গে পথ প্রদর্শক হিসেবে আছেন মুক্তিযোদ্ধা–সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। এছাড়াও ছবিটির কাহিনিলিখেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

























