জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা

- আপডেট সময় : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। ২৭টি ওয়ার্ডে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গণসংযোগে দিনরাত পার করছেন। প্রার্থীরা উন্নয়নের জন্য দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। জমে উঠেছে নির্বাচনী ক্যাম্পেইন। দুপুরে সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ডের মিজমিজি, দক্ষিণ মিজমিজি, কালু হাজী রোডসহ বিভিন্ন স্থানে গণসংযোগে নৌকা প্রতীক মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, স্বতন্ত্র প্রার্থী তৈমূরকে বিএনপির পদ থেকে প্রত্যাহার দলীয় কৌশল।
এদিকে, সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডে চিটাগাং রোড, শিমরাইলসহ বিভিন্ন স্থানে প্রচারণায় কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। অভিযোগ আনেন, আইভীকে জিতিয়ে আনতে চলছে কারসাজি। নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ভোট দেবেন ৫ লাখ ১৭ হাজার ৩শ’ ৫৭ জন। ভোটগ্রহণ হবে ইভিএমে।