জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে-মেয়ে ও ছেলের বউ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
 - / ১৮৪১ বার পড়া হয়েছে
 
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কুলসুম বেগম নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে-মেয়ে ও ছেলের বউ।
উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের রাজিন্দারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, শনিবার জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুলসুম বেগমের বড় সতীন রিজিয়া বেগমের ছেলে, মেয়ে, ছেলে বউসহ পরিবারের আরো বেশ কয়েকজন কুলসুম বেগমকে বেদম মারপিট করে। এ সময় এলাকাবাসী আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান।এঘটনায় ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
																			
																		














