জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / ১৭০৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।
নিহত রইজের স্ত্রী রুবিনা বেগম জানান, তাদের আত্মীয় জাকিরের বাড়িতে বেড়াতে গিয়েছিলো তার স্বামী রইজ ফকির। সেখানে জমি নিয়ে বিরোধে আতিয়ারের ভাড়াটিয়া সন্ত্রাসীরা তার স্বামী রইজের মাথায় আঘাত করে। এতে রইজ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উপজেলার নেহালপুর গ্রামের আতিয়ার রহমানের সাথে ২৭ শতক জমি নিয়ে প্রতিবেশী জাকির শেখে’র দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত রোববার সকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
















