জমজমাট বগুড়ার দু’শ’ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা

- আপডেট সময় : ০৩:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৫২ বার পড়া হয়েছে
জমে উঠেছে বগুড়ার গাবতলীর দু’শ’ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। মেলাকে ঘিরে ঘরে ঘরে চলছে জামাই নিমন্ত্রণ। ছেলে-মেয়ে নাতি-নাতনি আর আত্মীয়-স্বজন নিয়ে উৎসবের ধুম লেগেছে পূর্ব বগুড়ার ৪ উপজেলায়। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন।
চোখ জুড়ানো হরেক রকম মাছ। আবার মাছের আদলেই মন ভোলানো মিষ্টি, রকমারি ফার্নিচার আর সংসারের টুকিটাকি পণ্য সাজিয়ে বসেছেন বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার দোকানীরা। প্রতিবছর মাঘের শেষে বসে এই মেলা। ভোর থেকে হাজার হাজার মানুষ ভিড় করছেন মেলায়। ৪০ কেজি ওজনের ব্ল্যাক কার্প মাছ উঠেছে, যার দাম হাঁকা হচ্ছে ৮০ হাজার টাকা।
মেলার আয়োজন নিয়ে খুশি এলাকার মানুষ। তবে এবার দাম বেশ চড়া।
মেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন পুলিশ কর্মকর্তারা।
সম্প্রীতির মেল বন্ধন বসেছে মেলা ঘিরে। আজ বসেছে বউ মেলা। যেখানে নারীরাই কেনাবেচা করছেন।