জনশক্তি রপ্তানির সংকট নিরসনে ঢাকা-কুয়ালালামপুর বৈঠক শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
জনশক্তি রপ্তানির সংকট নিরসনে ঢাকা-কুয়ালালামপুর বৈঠক শুরু হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ে আয়োজিত এ বৈঠকে মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল।
অপরদিকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। বৈঠকে বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানীতে বিভিন্ন জটিলতা নিরসন এবং স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়। সিন্ডিকেট মুক্ত ব্যবসার সুযোগ দিতে জনশক্তি রপ্তানী কারকদের সংগঠন বায়রার আবেদনের বিষয়টি স্থান পায় আলোচনায়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালেশিয়ার রাষ্ট্রদূত। বাংলাদেশি অবৈধ শ্রমিকদের বৈধতা দেয়ার বিষয়ে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার।এ প্রক্রিয়া যাতে সহজ করা হয় সে লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।